নেয়ামত-এ-শয়তান দলের গো'দের যম, খাশীউর শয়তান গোজামী এবং কুকুরুজ্জামান ৩ জন একত্রে একদা আফ্রিকার গহীন জন্গলে হারাইয়া গেল। তাহারা কোন অবস্হাতেই পথ খুজিয়ে পাইতেছিলো না। হঠাত করিয়া তাহারা দেখিলো একদল জংলী অর্ধউলন্গ অবস্হায় তাহাদের দিকে ঝাপাইয়া ঝাপাইয়া আসিতেছে। ইহাতে তাহারা বড়োই ভীত হইলো। জংলীরা তাহাদের ধরিয়া নিয়া গেল নেতার নিকট। জংলীরাজ ৩ জনের চোখমুখ দেখিয়াই বুঝিলো যে অতীতটা তাহাদের রক্তরন্জীত। সে কহিল -
বুঝিতে পারিতেছি, তোমরা পথ হারাইয়া ফেলিয়াছ। যাহাই হোক, তোমাদের ৩ জনকে আমি ৩টা আশ্চর্যজনক ফল আনিতে পাঠাইতেছি। প্রত্যেকেই আলাদা আলাদা ফল নিয়া আসিবে। যদি ফলটি আমার নিকট অপরিচিত/আশ্চর্যজনক মনে হয় তাহা হইলে তোমাদের মুক্তি। আর না হইলে তোমাদের পশ্চাতদেশ দিয়া ফলটি ভরিয়া দেওয়া হইবে। কি বোঝা গেল?
গো'দের যম, খাশীউর শয়তান গোজামী আর কুকুরুজ্জামান ৩ জনেই ভয়ে ঢোক গিলিলো। তাহারা অনন্যোপায় হইয়া রাজী হইয়া গেল। ৩ জনে বাহির হইলো ফলের খোঁজে।
সময় কাটতে লাগিলো। হঠাত দেখা গেলো কুকুরুজ্জামান তার দাড়ী ঝাকাইয়া ঝাকাইয়া হাতে কি যেন একটা নিয়া আসিতেছে। সে উতফুল্ল চিত্তে রাজার সামনে আসিয়া ফলটা দেখাইলো। মুখে বিকটদর্শন হাসি। ফলটা দেখিয়া রাজার দাতগুলোও বাহির হইয়া গেল।
এইটা কি আনলা......এইটা তো কলা। রোজ আমরা কলা দিয়া গা ডলাডলি করি। দেখি তোমার পায়জামাটা খোল। কুকুরুজ্জামান পায়জামা খুলিয়া রুষ্টচিত্তে, চিমশা মুখে নীল-ডাউন হইয়া দাড়াইলো। কলা চলিয়া গেল তাহার পশ্চাতদেশ ভেদ করিয়া অন্তপুরে।
কিছুক্ষন পরই খাশীউর শয়তান গোজামী লাফাইতে লাফাইতে উপস্হিত হইলো। তাহার হাতের ফলখানা দেখিয়া উপস্হিত সকলেই বেজায় হাসিতে থাকিলো। তাহার হাতে একটা নারিকেল। সে ফ্যালফ্যাল করিয়া হাতের নারিকেলের দিকে তাকাইয়া রইলো। রাজা হাসতে হাসতে কহিলো -
এইটাতো নারিকেল, নারিকেল দিয়া আমরা প্রতিদিন ফুটবল খেলি। দেখি তোমার পায়জামা খোল। এইটা শুনিয়া গোজামীর মুখখানা কালো রূপ ধারন করিলো, কিন্তু সে হোহোহোহোহোহোহোহোহোহোহোহো করিয়া হাসিয়া উঠিলো। সবাই কিন্চিত অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া রইলো। পাগল হইয়া গেল নাকি?
খাশীউর গোজামীর বেজায় কষ্ট হওয়া সত্বেও তাহার পশ্চাতদেশ দিয়া নারিকেল ভরিয়া দেয়া হইলো। যতই চাপাচাপি করা হয় সে খালি হাসে, অবশেষে বহু কষ্টে কর্ম সম্পাদনের পর তাহাকে জিজ্ঞেস করা হইলো তুমি হাসিতেছো কেন?
সে বলিলো - জনাব, আসার পথে দেখিয়া আসিলাম আমীর-এ-শয়তান গো'দের জম হাতে একখানা তরমুজ নিয়া লাফাইয়া লাফাইয়া আসিতেছেন। এইজন্য হাসি। কথা শুনিয়া উপস্হিত সকলেই আকাশ-বাতাস কাপাইয়া হাসিয়া উঠিলো। হোহোহোহোহোহোহোহোহোহোহো। চাপ বাড়ে, হাসিও বাড়ে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment