অনেক আগে এক ভয়ানক ক্রেজী মশা ছিল। সে ছিল একেবারে মডার্ণ। সে সবসময় চাইতো বনের ভেতর লিভ টুগেদার মতটাকে সুপ্রতিষ্ঠিত করতে। সেজন্য অবশ্য তার চেষ্টার কমতি ছিল। এমনকি সে নিজেও যার তার সাথে জৈবিক ক্রিয়া সম্পাদনের চেষ্টা চালাতো। এভাবেই চলছিল সব। একবার সেই মশার নজরে পড়লো হাতি। সেই হাতির সঙ্গে মশার আবার খুব সখ্য ছিল। কিন্তু সখ্য থাকলেইতো আর সব হয় না! কাজেই হাতি মশার সঙ্গে সহবাসের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিল। কিন্তু মশা তবু দমে গেল না। হাতির সঙ্গে যখনই দেখা হয় তখনই সে প্রস্তাব দেয়। একদিন কী কারনে যেন হাতির মুড খুব ভালো ছিল। সেদিন মশা প্রস্তাব করতেই হাতি রাজি হয়ে গেল। হাতি আর মশা দুজনে একটা বেল গাছের তলায় মিলিত হলো। তুণি বেল গাছ থেকে একটি পাকা বেল হাতির মাথায় পড়ল। ব্যথায় হাতি ককিয়ে উঠে বলল- উহহহহহহহহহ ! মশা মৃদু হেসে বলল- কী ওস্তাদ? ব্যথা পাইলেন?
No comments:
Post a Comment