আরেকদিন ভুলে প্যান্টের চেইন খোলা রেখে ঘুরতেছে তখন আরেকজন বলল "ভাইজান আপনার প্যান্টের চেইন খোলা, আন্ডারওয়্যার দেখা যাচ্ছে", লোকটি জবাবে বলে "ওহ, এইরকম আরো ১১ আন্ডারওয়্যার বাসায় রাখা আছে" ।
আরেকদিন লোকাল বাসে সিট না পেয়ে ড্রাইভারের পিছনে দাড়িয়ে আছে এবং আবারও প্যান্টের চেইন খোলা । ঐদিন সে আন্ডারওয়্যার পরতেও ভুলে গেছে । একজন পেসেন্জার ব্যাপারটা খেয়াল করে বলল "আপনার প্যান্টের চেইন খোলা, জিনিস দেখা যাচ্ছে", লোকটি তখন জবাবে বলে " আপনি তো শুধু একটা দেখতেছেন, এইরকম আরো ১১ বিদেশী জিনিস বাসায় রেখে এসেছি"







No comments:
Post a Comment