Wednesday, October 15, 2008

দোষ কোথায়

এক লোকের এক ছেলে ছিলো। সে ছিলো ভীষন রকমের ত্যাদর এবং ফাজিল প্রকৃতির। লোকটি ছেলের প্রকৃতি সম্পর্কে ভালোমতোই জানতো। ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিলোনা। কোথায় কি বেফাঁস কথা বলে ফেলে তাই নিয়ে লোকটি সবসময় চিন্তিত থাকতো। প্রতিবেশীর এক বিয়ের দাওয়াতে লোকটি আমন্ত্রিত হলো। দাওয়াতে যাওয়ার আগে লোকটি তার ছেলেকে ভালো মতো বোঝালো যেনো কারো সাথে কথা না বল্রে। ছেলেও একমত হলো। লোক্টি খুশী মনে ছেলেকে নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হলো। নির্বিঘ্নেই কাটলো মোটামূটি। খাওয়ার টেবিলে তারা একসাথে বসতে পারলোনা, আলাদা আলাদা টেবিলে বসতে হলো। ছয় জনের টেবিল। ছেলেটির পাশে যিনি বসেছেন, তাকে ছেলেটি চেনেনা। ছেলেটির প্রচন্ড কৌতুহল হলো, তার পাশের লোকটি কোন পক্ষের(ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ) তা জানার। অথচ তার বাবা নিষেধ করেছে কারো সাথে কথা না বলতে তাই ইশারাই ভরসা, তাই সে হাত মুঠো করে মধ্যমা তুলে পাশের লোকটিকে দেখালো, আর মাথা ঝোকালো। মানে জানতে চাইছে ‘সেকি ছেলে পক্ষের?’ লোকটি ভীষন ক্ষেপে গেলো, ভাবলো এই ছেলে তাকে হাত তুলে মধ্যমা দেখায় কেনো? পাশের লোকটি কিছুই বল্লোনা। ছেলেটি ভাবলো তাইলে পাশের লোকটি মনে হয় মেয়ে পক্ষের, তাই সে অনামিকা আর বৃদ্ধাঙ্গুলী এক করে গোলাকৃ্তি করে মাথা ঝোকালো। মানে জানতে চাইলো ‘সেকি মেয়ে পক্ষের?’ পাশের লোকটি আরো ক্ষেপে গেলো, এবং কিছুই বললোনা। এদিকে ছেলেটিও পাশের লোকোটির উত্তর না পেয়ে ক্ষেপে গিয়ে এক হাতের অনামিকা আর বৃদ্ধাঙ্গুলী এক করে গোলাকৃ্তি করে আরেক হাতের মধ্যমা তার ভিতর যাওয়া আসা করাতে লাগলো। মানে জানতে চাইছে, ‘তাইলে কি চোদাইতে আইছো?’
ছেলেটি তার বাবার কথা রেখেছে, কোনো কথা বলে নাই, তাইলে ছেলেটির দোষ কোথায়?

No comments: