ছোট বাবু ইস্কুল হইতে ফিরিবার পরে দেখিল তাহার অতি প্রিয় মোরগটা মরিয়া পরিয়া আছে। মরিবার পরে নিশ্চয়ই কিয়ৎকাল অতিবাহিত হইয়া গিয়াছে কারন মোরগটা শক্ত হইয়া গিয়াছে এবং পা-দুখানি আকাশের পানে তুলিয়া পরিয়া রহিয়াছে। বাবা বাড়ি ফিরিবার পরে ছোটবাবু জিজ্ঞাসা করিল, বাবা মোরগটি পা-দুখানি আকাশের দিকে তাক করিয়া মরিল কেন?
বাবা কিয়ৎক্ষন চিন্তা করিয়া কহিলেন, ওহে পুত্র! ইশ্বর যাহাতে মেঘ হইতে নামিয়া আসিয়া মোরগের পা-দুখানি ধরিয়া স্বর্গে লইয়া যাইতে পারে।
ইহা অতি বিস্ময়কর ব্যাপার, ছোট বাবু শুধাইল। কিয়ৎকাল বাদে বাবা যখন কাজ হইতে বাড়ি ফিরিল ছোট বাবু চিৎকার করিতে করিতে বাবার সম্মুখে উপস্থিত হইয়া কহিল, বাবা আমরা আজ মাকে প্রায় হারাইতে বসিয়া ছিলাম।
পুত্রধন? তুমি কি বলিতে চাহিতেছো? বাবা শুধাইলেন।
আমি ইস্কুল থেকে ফিরিয়া শয়নন কক্ষে উঁকি দিয়া দেখি, মা তার পা দুখানি উপরে তুলিয়া চিৎকার করিতেছে, ঈশ্বর আমি আসিতেছি, আমি আসিতেছি। পাশের বাড়ির শমসের আলম চাচা মাকে চাপিয়া ধরিয়া না রাখিলে আমরা আজিকে নিশ্চিতভাবেই মাকে হারাইতাম।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment