Wednesday, October 15, 2008

ঠেকা

সময় - ৮৮ সালের বন্যা।
স্থান - নিম্নবিত্ত দের এলাকা।
বাসায় ভিতর বন্যার পানি কোমর পর্যন্ত । থাকার জন্য মাচা দেওয়া হইছে। রাতে পরিবারের সবাই মাচায় এক সাথে শুয়ে। এর মধ্যেই নববিবাহিত ছেলের ভালবাসা নির্মান করার ইচ্ছে জেগে উঠল। তার বউ পাশে শোয়া অন্যদের দেখিয়ে বাধা দিচ্ছিল। স্বামী বলল, ‘কিছু করমু না একটু ঠেকা দিয়া রাখমু’।

শুধু মাত্র ঠেকা দেয়ার কথা বললেও ভালবাসা নির্মান তার স্বাভাবিক গতিতে চলল। কিন্তু কিছুক্ষণ চলার পর সর্বনাশটা ঘটল। চরম মূহুর্তের আগে চরম দোলানিতে মাচা ভেংঙ্গে সাবাই পানিতে।

পাশে শুইয়া থাকা বাবা স্বাভাবিক কারণেই এতক্ষণ চুপচাপ মটকা মেরে পরেছিলেন। কিন্তু মাচা ভাংগার পর আর চুপ থাকতে পারলেন্না। ছেলের উদ্দেশ্যে বললেন, ‘ঠেকা, এইবার ঠেকা’।

1 comment:

Global Future said...

It's look so funny.
Please add some pictures, so your blog will more beautiful.

Good job.

Please visit:

http://camera-world.blogspot.com

Good luck